প্রকাশিত: Wed, May 17, 2023 4:45 PM আপডেট: Sun, May 11, 2025 9:01 PM
মাঠের কথা মাঠে থাকবে, আমরা থাকব জনতার সঙ্গে: প্রধানমন্ত্রী
জাফর খান: নির্বাচনে ভোট চুরি নিয়ে বিরোধীপক্ষের সমালোচনায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সারা বাংলা
এসময় তিনি বলেন, জনতার পাশে থাকব, জনগণের ভাগ্য পরিববর্তন করব। তাদের জন্য আমরা কাজ করে যাব। জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করে তাদের ভোটের মাধ্যমে সরকারে আসায় মানুষের আস্থা-বিশ্বাসটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। জনগণই আওয়ামী লীগের একমাত্র বন্ধু।
বেলা ১১টার পর গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরাসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় বঙ্গবন্ধু কন্যার সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সরকারের টানা মেয়াদে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের প্রসঙ্গ তুলে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি বলেন, শুধু উন্নয়নশীল দেশ নয়, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়ে সেটাও আমরা কার্যকর করে যাচ্ছি।
সরকার প্রধান বলেন, সরকারের লক্ষ্য একটাই, দেশের মানুষের জীবনটা উন্নত করার পাশাপাশি তাদের ভাগ্য পরিববর্তন করা। বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। আর সেই হাসি ফোটানোটাই একমাত্র কর্তব্য যা আমরা করে যাচ্ছি।
তিনি বলেন, যারা ভোট ডাকাত ছিল তারাই এখন গণতন্ত্র ও ভোটের অধিকারের কথা বলে। যাদের জন্ম হয়েছে অবৈধভাবে তাদের কাছ থেকে শুনতে হয় এই সমস্ত কথা! ঢাকা পোস্ট
ভুয়া ভোটার তালিকা বাদ দিয়ে ছবিসহ ভোটার তালিকা, আইডি কার্ড, সংস্কারসহ মানুষের আস্তা ও বিশ্বাস অর্জন আওয়ামী লীগই করেছে বলেও উল্লেখ করেন তিনি। স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থাও করেছে এই সরকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র নেতারা শুরুতে বঙ্গবন্ধু কন্যার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
